আসন্ন এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

প্রকাশকালঃ ২৭ আগu ২০২৩ ০৬:১১ অপরাহ্ণ ২৭৭ বার পঠিত
আসন্ন এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

সন্ন এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে রোববার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৫৫ মিনিটে শ্রীলঙ্কার উদ্দেশ্য দেশ ছাড়ে টাইগাররা। অসুস্থতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি লিটন দাস। এছাড়া ভিসা জটিলতার কারণে যেতে পারেননি পেসার তানজিম হাসান সাকিব।

দেশ ছাড়ার আগে গণমাধ্যমকে নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ। এশিয়া কাপে ফাইনালে খেলার কথা জানিয়ে তিনি বলেন, 'আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা, ইনশাআল্লাহ্‌। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। তবে আসল লক্ষ্য হলো ভালো ক্রিকেট খেলা। সবাই দোয়া করবেন, যেন আমরা ভালো ক্রিকেট খেলতে পারি।'

এশিয়া কাপে ৩ বার ফাইনাল খেললেও এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ দল। এবার চ্যাম্পিয়ন হওয়া সম্ভব মন্তব্য করে তাসকিন আরও বলেন, 'চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। ভালো ক্রিকেট খেলতে হবে। সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব।'