 
                            
দলীয় সূত্র জানিয়েছে, ভিপি পদে মনোনীত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। জিএস পদে আসছেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর বারী হামিম।
 
এছাড়া এজিএস পদে মনোনয়ন প্রায় চূড়ান্ত হয়েছে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদের।
 
আজ বুধবার দুপুর ১২টায় অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্যানেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে।
 
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন সমকালকে বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে আমরা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করব।’
 
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। তবে তখনও চূড়ান্ত প্যানেল নির্ধারণ করতে পারেনি ছাত্রদল। এদিন একক প্রার্থী হিসেবে তাদের নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                         
                                        
                                        
                                    