নিউজ ডেস্ক-ঢাকা প্রেস
এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি (ইউএপি)-এর বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব কে. এম. মুজিবুল হক। একই সঙ্গে তিনি ২০২৬–২০২৭ মেয়াদের জন্য এশিয়া প্যাসিফিক (ইউএপি) ফাউন্ডেশন ও ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন।
ইউএপি ফাউন্ডেশনের ২৩তম বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিতে তাঁকে এই পদে নির্বাচিত করা হয়।
জনাব কে. এম. মুজিবুল হক কুমিল্লা জেলার মুরাদনগরের এক সম্মানিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষা, উন্নয়ন, আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং কর্পোরেট খাতে দীর্ঘদিন ধরে তিনি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রেখে আসছেন।
তিনি টানা ১২ বছর (১৯৮৯–২০০০) বাংলাদেশ সরকার কর্তৃক বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে স্বীকৃতি লাভ করেন। তাঁর বর্ণাঢ্য নেতৃত্বের কর্মজীবনে রয়েছে জেসিআই বাংলাদেশের জাতীয় সভাপতি (১৯৯২), জেসিআই ইন্টারন্যাশনালের বিশ্ব সহ-সভাপতি (১৯৯৩) এবং পূর্ব ইউরোপ, সিআইএস ও বাল্টিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে কাজ করার অভিজ্ঞতা। পাশাপাশি তিনি বিশ্বের বৃহত্তম জাতিসংঘ শান্তি কর্মসূচির অংশ হিসেবে এফইআর-এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান এবং কনস্যুলার কর্পস বাংলাদেশ (সিসিবি)-এর সভাপতি ও ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে জনাব হক বাংলাদেশে ইয়েমেন প্রজাতন্ত্রের অনারারি কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি টিএএস এভিয়েশন গ্রুপ, শাহ গ্রুপ ও বাক্কা হোল্ডিং-এর চেয়ারম্যান হিসেবেও যুক্ত রয়েছেন।
২০২৬–২০২৭ মেয়াদের জন্য ইউএপি ফাউন্ডেশন ও ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য নির্বাচিত সদস্যদের মধ্যে রয়েছেন জনাব আলমজেব ফারজাদ আহমেদ, আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা, জনাব জাকি আলম এবং স্থপতি মাহবুবা হক।