যে কারনে অর্থনৈতিক অনিশ্চয়তায় ভুগছে জাপানিরা!

প্রকাশকালঃ ০৪ এপ্রিল ২০২৪ ০২:০০ অপরাহ্ণ ১৩০ বার পঠিত
যে কারনে অর্থনৈতিক অনিশ্চয়তায় ভুগছে জাপানিরা!

সম্প্রতি জাপান সরকারের এক জরিপ বলছে, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের অধিকাংশ মানুষ অর্থনৈতিক অনিশ্চয়তায় ভোগেন এবং ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক মনোভাব রয়েছে। এর প্রভাবে জাপানে অর্থনৈতিক চাপ অনুভব করা মানুষের হারও দিনকে দিন বাড়ছে। 

 

জাপানের অর্থনীতি বৈশ্বিক অর্থনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। বৈশ্বিক মন্দার আশঙ্কা জাপানিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। জাপানে মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পেয়েছে, যা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি করছে।জাপানে জীবনযাত্রার ব্যয় অনেক বেশি, বিশেষ করে টোকিওতে। জাপানে বেতন বৃদ্ধির হার মুদ্রাস্ফীতির হারের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না।

 

সরকারি তথ্য বলছে, মজুরি বৃদ্ধি মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্যতা বজায় রাখতে পারেনি। জরিপের আরও উঠে এসেছে, অংশগ্রহণকারীদের ২৮ দশমিক ৬ শতাংশ শিশু লালনপালনে সমস্যার কথা তুলে ধরেছেন। ২৮ শতাংশ বলেছেন তরুণদের পক্ষে স্বাধীন থাকা খুব কঠিন।

 

নারীরা সমাজে কোনও সক্রিয় ভূমিকা রাখতে পারছেন নাবলে মনে করেন ২৬ দশমিক শতাংশ। এছাড়া, ২৫ দশমিক ৮ শতাংশ জানিয়েছেন তারা তাদের কর্মক্ষেত্রের সন্তুষ্ট নন। একাধিক উপার্জনকারী থাকা পরিবারগুলো অর্থনৈতিকভাবে হিমশিম খাচ্ছে। এই হার অন্তত ৪৬ শতাংশ।