৬ ঘণ্টা পেরিয়েও নিয়ন্ত্রণে আসেনি শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ অক্টোবর ২০২৫ ০৯:১৩ অপরাহ্ণ   |   ২৪ বার পঠিত
৬ ঘণ্টা পেরিয়েও নিয়ন্ত্রণে আসেনি শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন ছয় ঘণ্টা পেরিয়েও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ঢাকা কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয় এবং রাত সাড়ে আটটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
 

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট টানা কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং সিভিল অ্যাভিয়েশনের সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক ক্ষুদে বার্তায় জানিয়েছে।
 

বেবিচকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ বলেন, দুপুর আড়াইটার দিকে কার্গো এলাকায় হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।