ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় ১০ কিলোমিটার তীব্র যানজট

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ এপ্রিল ২০২৫ ০১:১৩ অপরাহ্ণ   |   ৯৯ বার পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় ১০ কিলোমিটার তীব্র যানজট

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লাগামী লেনে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার ভোর থেকে এ দুর্ভোগ শুরু হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
 

সূত্রে জানা গেছে, ভোরে গজারিয়ার বাউশিয়া এলাকায় একটি পিকআপ ভ্যান ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ ঘটে। পাশাপাশি, বাউশিয়া ও বালুয়াকান্দি এলাকায় দুটি মালবাহী ট্রাক বিকল হয়ে মহাসড়কের ওপরই দাঁড়িয়ে পড়ে। এতে যান চলাচলে বাধা সৃষ্টি হয় এবং ধীরে ধীরে যানজট ব্যাপক আকার ধারণ করে। সকাল ৯টার মধ্যে যানজট ছড়িয়ে পড়ে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে।
 

ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকা যানবাহনের চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। অনেকে গাড়ি ছেড়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
 

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, বিকল হওয়া যানবাহনগুলো সরিয়ে নিতে কাজ চলছে এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে হাইওয়ে পুলিশ।