শিক্ষার জন্য সুন্দর পরিবেশ প্রয়োজন : শিক্ষামন্ত্রী

প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ ২৮৩ বার পঠিত
শিক্ষার জন্য সুন্দর পরিবেশ প্রয়োজন : শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ তৈরির প্রতি গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, স্মার্ট শিক্ষার্থী গড়তে হলে স্মার্ট পরিবেশ প্রয়োজন। আমাদের যেসব স্কুলে তুলনামূলক সুযোগ-সুবিধা কম সেসব বিদ্যালয়েরও শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ তৈরি করতে পারছি কিনা, তা মাথায় রাখতে হবে।

আজ বৃহস্পতিবার বাড্ডার সানভ্যালি সরনিতে অবস্থিত গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের (জিআইএস) ক্যাম্পাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার সুযোগ সম্প্রসারণে গত এক দশকে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। শিক্ষা খাতের আমুল পরিবর্তনে কাজ করছে সরকার। এখন আর কোনো স্কুলে ভাঙা বেড়া বা টিনের চালা নেই। তবে সব স্কুলে খুব উচ্চমানের অবকাঠামো গড়ে ওঠেনি সেটিও সত্য। তবে শিক্ষার পরিবেশ সব সময় সুন্দর রাখতে হবে।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান।