বর্ষায় ঘরের যত্ন যেভাবে নিতে হবে

প্রকাশকালঃ ১৪ জুন ২০২৩ ১১:৩০ পূর্বাহ্ণ ১৭৭ বার পঠিত
বর্ষায় ঘরের যত্ন যেভাবে নিতে হবে

প্রচন্ড গরমের পর আচমকা বৃষ্টি হচ্ছে। ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশে ঘরের পরিবেশও পালটে যায়। আচমকা বৃষ্টি বা ভেজা দিনে ঘরের যত্ন নেওয়া জরুরি। সেটা কিভাবে করবেন? চলুন চেনে নেওয়া যাক: 

কাটা কিংবা খোলা তার আছে কিনা
বাসায় কাটা কিংবা খোলা তার আছে কি-না তা দেখে নিন। কারণ বর্ষায় ভেজা দিনে এমন কিছু দুর্ঘটনা ঘটাতে পারে। সুইচবোর্ডে ড্যাম্প আছে কি-না তাও দেখে নিতে হবে। 

ঘরের টব ও গাছের যত্ন
ঘরে যদি টব বা গাছ থাকে তাহলে সেগুলোর দিকে নজর রাখতে হবে। বারান্দায় পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা করতে হবে। কাদা বা মাটি জমে অনেক সময় সমস্যা হতে পারে। গাছে পোকামাকড় হতে পারে। তাই টব ও গাছ বেলকনি থেকে সামান্য সরিয়ে রাখুন। 


কাঠের ফার্নিচার
বৃষ্টির সময় কাঠের ফার্নিচারে পোকার উপদ্রব বেড়ে যায়। এসব ক্ষেত্রে আসবাব দেয়াল থেকে দূরে রাখুন। দরজা-জানালায় অনেক সময় ময়েশ্চার জমে কাঠ ফুলে যায়। তাই বার্নিশের ব্যবস্থা নিন। 

বাড়িতে পানি জমতে দেবেন না
আচমকা এডিসের সংক্রমণ বাড়ছে। এমন সময় বাড়িতে ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থা করতে হবে। পরিষ্কার পানি এডিস মশার আদর্শ জন্মস্থান। বাড়িতে যত্রতত্র প্লাস্টিকের বোতলও জমা করবেন না।