১৫ দিন ব্যাপী সহীহ কোরআন প্রশিক্ষণ সমাপনী সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ আয়োজিত 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ মার্চ ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ   |   ১১০ বার পঠিত
১৫ দিন ব্যাপী সহীহ কোরআন প্রশিক্ষণ সমাপনী সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ আয়োজিত 

নিজস্ব প্রতিবেদক ( চট্টগ্রাম):-



নগরীর ইপিজেডে আলী শাহ পাড়া রেল লাইন এলাকায় সিকদার জামে মসজিদে "সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উদ্যোগে ১৫ দিন ব্যাপী ফ্রি বিশেষ কোরআন প্রশিক্ষণ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৬ মার্চ দুপুরে অনুষ্ঠিত হয়েছে।


সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আহসান হাবীবের সঞ্চালনায় ও অনারেবল লেপ্টেনন(অব:) মোঃ বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ এস এম এমরান,বেপজা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মোঃ মোশাররফ হোসেন, সিকদার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ ফোরকান, কোরআন প্রশিক্ষণ কোর্সের প্রধান প্রশিক্ষক আলহাজ্ব ক্বারী মোঃ আব্দুল বারী,হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শওকত আলী, সহ-সভাপতি ডাঃ এম আর সুমন। এছাড়া শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য রাখেন ডাঃ মমিনুল হক, ডাঃ মাওলানা মোঃ আমির হোসাইন, ডাঃ বেলায়েত হোসেন, ডাঃ তারাজুল ইসলাম, স্থানীয় সামাজিক সংগঠনের সভাপতি মোঃ নূরুল কবির মুসা, ডাঃ মোঃ ইব্রাহীম খলিল উল্লাহ এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা প্রমুখ।


অনুষ্ঠানে ১০ জমা প্রশিক্ষন রতদে বিশেষ সার্টিফিকেট প্রদান এবং উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। পরিশেষে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বেপজা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মোঃ মোশাররফ হোসেন।