ঢাকা প্রেস
হাফিজুর রহমান,রাজারহাট উপজেলা (কুড়িগ্রাম) প্রতিনিধি:-
রাজারহাট রেলওয়ে স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকেট বরাদ্দের দাবিতে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস অবরোধ করে রাজারহাটে সর্বস্তরের মানুষ । রাজারহাটের সম্মিলিত ছাত্র জনতার ব্যানারে এই অবরোধ কর্মসূচি পালিত হয়।
শনিবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রাজারহাট রেলওয়ে স্টেশনে প্রায় সাড়ে তিনঘণ্টা আটকিয়ে রাখেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জেলা প্রশাসক এবং সেনাবাহিনীর মধ্যস্থতায় অবরোধ কর্মসূচির সমাপ্তি করেন তারা। এসময় আগামী একমাসের মধ্যে টিকেট সহ যাত্রা বিরতির প্রস্তাব রেলভবনের মিটিং এ উঠবে বলে আশ্বস্ত প্রদান করা হয় ।
অবরোধ কর্মসূচি চলাকালে সংগঠকদের মধ্যে বক্তব্য দেন, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ,সদস্য একেএম মোস্তফা জামান লেলিন,রাজারহাট উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরিফুল ইসলাম সহ অনেকে ।
খন্দকার আরিফ বলেন, আগেও আমরা একই দাবিতে ট্রেন অবরোধ করেছিলাম।