ঢাকা প্রেস নিউজ
পশ্চিমবঙ্গভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল "এই মুহূর্তে ডটকম"-এ প্রকাশিত ‘দপ্তর থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে দিল পাকিস্তানি চর মোল্লা ইউনুসের আরও তিন উপদেষ্টা’ শিরোনামের আপত্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "এই মুহূর্তে ডটকম" পোর্টালে প্রকাশিত এ সংবাদটি নৌপরিবহন মন্ত্রণালয়ের নজরে এসেছে। সেখানে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার বরাত দিয়ে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।
উপদেষ্টা শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলার কোনও নির্দেশ দেননি, এবং মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ বিষয়ে কোনও বক্তব্যও দেননি। নৌপরিবহন মন্ত্রণালয় এই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং এই বিভ্রান্তিকর সংবাদ প্রত্যাহারের মাধ্যমে সঠিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানাচ্ছে।