সাতক্ষীরায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৫৯ অপরাহ্ণ   |   ৩১ বার পঠিত
সাতক্ষীরায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা বুধবার সকালে কুন্দুড়িয়া এলাকায় রাস্তার পাশে একটি বাগানে বিজন কুমার দে (৬০) নামের ব্যক্তির লাশ পড়ে থাকা দেখতে পান।
 

নিহত বিজন কুমার দে ভঞ্জন দে’র ছেলে। তিনি পাইথালী দূর্গা মন্দির সমিতির সভাপতি ও চিংড়ি পোনা ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
 

বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক আব্দুর রহিম জানান, খবর পেয়ে পুলিশ আজ সকালে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হবে।
 

সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন বলেন, বিজন কুমার দে অত্যন্ত পরিচিত ও দায়িত্বশীল ব্যক্তি ছিলেন। তিনি বুধহাটা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং পাইথালী সর্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি হিসেবে এলাকার সেবা করেছেন। দুই সন্তানের জনক বিজন কুমারের মৃত্যুতে তিনি যথাযথ তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
 

নিহতের বড় ছেলে প্রণব দে জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় বাবা বাজারে বের হন, কিন্তু আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে মরদেহের খবর পেয়ে তিনি মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনের দাবি করেন।
 

আশাশুনি থানার ওসি শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।