আলোচিত পাকিস্তানি ধারাবাহিক ‘তেরে বিন’-এর দ্বিতীয় মৌসুম ঘোষণা
প্রকাশকালঃ
১১ জুলাই ২০২৩ ০৭:১০ অপরাহ্ণ ১৯০ বার পঠিত
পাকিস্তানি টিভি ধারাবাহিক ‘তেরে বিন’ বিশ্বজুড়েই আলোচিত হয়েছে, কখনো বিতর্কেরও খোরাক জুগিয়েছে। গত বছরের ডিসেম্বরে জিও টিভিতে প্রচার শুরুর পর পাকিস্তান ছাপিয়ে বাংলাদেশ ও ভারতেও ধারাবাহিকটি নিয়ে চর্চা হয়েছে।
এতে মুরতাসিম ও মেরাব নামের দুই স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনের গল্প তুলে ধরেছেন নির্মাতা সিরাজ উল হক। এতে স্বামী-স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন ওয়াহাজ আলী ও ইয়ুমুনা জায়েদি। গত বৃহস্পতিবার ধারাবাহিকটির প্রথম মৌসুমের প্রচার শেষ হয়েছে।
গত শুক্রবার ধারাবাহিকের প্রযোজক আবদুল্লাহ কাদওয়ানি এক ইনস্টাগ্রাম পোস্টে জানান, ধারাবাহিকের দ্বিতীয় মৌসুম নিয়ে আসছেন তাঁরা। তবে দ্বিতীয় মৌসুমের দৃশ্যধারণ কবে হবে, কারা কারা থাকবেন, তা বিশদ জানাননি এ প্রযোজক।
ওয়াহাজ আলী ও ইয়ুমুনা জায়েদির প্রশংসা করে আবদুল্লাহ কাদওয়ানি লিখেছেন, তাঁরা ধারাবাহিকটির মূল দুই চরিত্রকে দুর্দান্ত তুলে এনেছেন। তাঁদের জাদুকরি রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে।
এতে আরও অভিনয় করেছেন বুশরা আনসারি, সাবিনা ফারুক, সোহাইল সামীর, আগা মুস্তাফা হাসান। সিরিজটি লিখেছেন নুরেন মাখদুম।
গত মে মাসে ধারাবাহিকটির ৪৬তম পর্ব প্রচারের পর সামাজিক মাধ্যমে বিতর্কের ঝড় উঠেছিল। মুরতাসিম ও মেরাবের একটি ইঙ্গিতপূর্ণ দৃশ্য দেখে দর্শকের অনেকে ধারণা করছিলেন, পরের পর্বে হয়তো বৈবাহিক ধর্ষণ কিংবা নিপীড়নের দৃশ্য থাকতে পারে। তবে পরের পর্বে ‘বৈবাহিক ধর্ষণ’-এর কোনো দৃশ্য ছিল না।