যাত্রাবাড়ীতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যুবক নিহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ আগu ২০২৩ ০৬:৩৬ অপরাহ্ণ   |   ২৬২ বার পঠিত
যাত্রাবাড়ীতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যুবক (৩৫) নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে আটটার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের নাম–পরিচয় জানা যায়নি। তাঁর পরনে ছিল কালো ফুলহাতা গেঞ্জি ও আকাশি রঙের পায়জামা।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, রাত সাড়ে আটটার দিকে জাতীয় জরুরি সেবা থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়ে পথচারীর সহযোগিতায় যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। রাত পৌনে ১০টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই আসাদুজ্জামান বলেন, ঘাতক বাসটি শনাক্ত ও ভুক্তভোগীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।