ঢাকা প্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি:-
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সেবাগ্রাম এলাকা থেকে স্থানীয়রা মরদেহটি খুঁজে পান।
রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) ফেরদৌস আহম্মেদ জানিয়েছেন, মরদেহটি নদীর তীরে ১০ ফুট উঁচু জায়গায় পড়ে ছিল। তাৎক্ষণিকভাবে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তিটি প্রায় ১৫ দিন আগে মারা গিয়েছেন। দীর্ঘদিন পানিতে থাকার কারণে তার শরীরের চামড়া উঠে গিয়েছে এবং আঙুলের ছাপ নেওয়া সম্ভব হয়নি। শরীরে কোনো পরিচয়পত্র বা কাপড়ও পাওয়া যায়নি। ফলে মৃত ব্যক্তির পরিচয় এখনও অজ্ঞাত রয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে। মৃত্যুর কারণ নির্ণয় এবং ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।