আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওর্নাস অ্যাসোসিয়েশনের কুড়িগ্রাম জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম মটর মালিক সমিতির প্রধান কার্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুড়িগ্রামের মেসার্স পনির অ্যান্ড সন্সের মালিক ও সাবেক এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদকে সভাপতি এবং নাগেশ্বরীর মেসার্স জুলেখা পেট্রোল পাম্পের মালিক আলহাজ্ব জামান আহমেদ কাজলকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বাবুল আখতার ও বিশ্বজিৎ সাহা পিন্টু, সহ-সাধারণ সম্পাদক এটিএম গোলাম ফারহাদ হোসেন, নারায়ণ কুন্ডু, আলী হোসেন আকিফ, কোষাধ্যক্ষ আলহাজ্ব আবুল কালাম আজাদ বাবু, সাংগঠনিক সম্পাদক সমরজিত সাহা রিন্টু, দপ্তর সম্পাদক মোঃ আবু হানিফ, সদস্য আবু তাহের সিদ্দিক বাবলা, এমদাদুল হক সরকার, তানসিরুল ইসলাম শান্ত এবং তাপস সরকার।
পরিচিতি সভায় নবনির্বাচিত কমিটির সদস্যগণ বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বিশেষ করে, গ্রামাঞ্চলে যারা লাইসেন্স ছাড়াই অবৈধভাবে পেট্রোল ও ডিজেল বিক্রি করছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।
নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব জামান আহমেদ কাজল কমিটি পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।