ঢাকা প্রেস
টাঙ্গাইল প্রতিনিধি:-
টাঙ্গাইলে নারী সেজে যাত্রাপালায় অভিনয় করা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়রা হতবাক। রোববার (১৩ অক্টোবর) সকালে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে আইয়ুব আলী (৪৭) নামে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তার গলায় কাপড় পেঁচানো অবস্থায় মৃতদেহটি পাওয়া যায়।
নিহত আইয়ুব আলী সদর উপজেলার ভবানীপুর পাতুলী এলাকার বাসিন্দা। তার পরিবার জানিয়েছে, তিনি বিভিন্ন স্থানে নারী সেজে যাত্রাপালায় অভিনয় করতেন।
পুলিশের ধারণা, রাতে কোনো এক সময় আইয়ুবকে হত্যা করে দুর্বৃত্তরা তার মৃতদেহ পরিত্যক্ত ঘরে ফেলে রেখে যায়। নিহতের ছেলে অনিক মিয়া জানিয়েছে, তার বাবা শনিবার সন্ধ্যায় কাজের কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরেননি।
টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহম্মেদ জানিয়েছেন, নিহতের মুখে আঙুলের ছাপ রয়েছে এবং তার গলায় কাপড় পেঁচানো ছিল। এই ঘটনায় হত্যাকাণ্ডের সন্দেহ করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।