ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুমিল্লা):-
কুমিল্লার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) দেড় কোটি টাকা মূল্যের মাদকসহ একজন মাদক কারবারিকে আটক করেছে। অভিযানে ৪৮ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বুড়িচং উপজেলার জঙ্গলবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃত মাদক কারবারি হলেন কুমিল্লা সদর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে জসিম উদ্দিন।
সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ২০৬৭/৮-এস থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় প্রায় ১ কোটি ৪৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মাদকসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।