হালিশহরে নালায় পড়ে শিশুর মৃত্যু: দাফন-কাফনের জন্য চসিকের ৩০ হাজার টাকা সহায়তা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ জুলাই ২০২৫ ১২:১১ অপরাহ্ণ   |   ৭৯ বার পঠিত
হালিশহরে নালায় পড়ে শিশুর মৃত্যু: দাফন-কাফনের জন্য চসিকের ৩০ হাজার টাকা সহায়তা

মোহাম্মদ করিম, বিশেষ প্রতিনিধি:-


চট্টগ্রাম নগরীর হালিশহর নয়াবাজার এলাকার আনন্দীপুর জামে মসজিদের সামনে নালায় পড়ে হুমায়রা নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

 

ঘটনার পরপরই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পক্ষ থেকে মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশে নিহত শিশুর পরিবারকে দাফন-কাফনের খরচ বাবদ ৩০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
 

বুধবার সন্ধ্যায় চসিকের একটি প্রতিনিধিদল নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানায় এবং সহায়তার অর্থ হস্তান্তর করে।
 

এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।
 

শিশুটির এই করুণ মৃত্যু এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয় বাসিন্দারা নালা ও ড্রেনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।