শরীয়তপুরে জমি বিরোধে জামায়াত নেতা নিহত

প্রকাশকালঃ ১৬ অক্টোবর ২০২৪ ০৫:৫৫ অপরাহ্ণ ৩৬৯ বার পঠিত
শরীয়তপুরে জমি বিরোধে জামায়াত নেতা নিহত

ঢাকা প্রেস
শরীয়তপুর প্রতিনিধি:-


 

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এক জামায়াত নেতাকে হত্যা করা হয়েছে। বুধবার সকালে উপজেলার সিড্যা ইউনিয়নের মধ্য সিড্যা এলাকায় এই ঘটনা ঘটে।
 

নিহত ব্যক্তি হলেন সিরাজুল ইসলাম মাঝি (৫৫)। তিনি সিড্যা ইউনিয়ন জামায়াতের বায়তুলমাল সম্পাদক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল ইসলামের ভাতিজা জাহাঙ্গীর মাঝির সাথে তার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে এই বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে তুমুল বচসা ও মারামারি হয়। একপর্যায়ে জাহাঙ্গীর মাঝির ছেলে শরীফ মাঝি লোহার রড দিয়ে সিরাজুল ইসলামের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

এ ঘটনায় ডামুড্যা থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে তদন্ত চলছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানিয়েছেন।