বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চলতি বছরে আর্থিক অবস্থা

প্রকাশকালঃ ১৩ মার্চ ২০২৪ ০৪:০২ অপরাহ্ণ ১৪১ বার পঠিত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চলতি বছরে আর্থিক অবস্থা

আর্থিক দিক থেকে বেশ ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্প্রতি দুই বোর্ড সভায় ২০২৩-২৪ অর্থ বছরে প্রায় ৩৫৬ কোটি টাকা খরচের বাজেট অনুমোদন দিয়েছে তারা। 
যা ক্রীড়া সংস্থা মন্ত্রণালয়ের বাজেটের চার ভাগের এক ভাগ।  বিসিবির   আয়ও বেশ ভালো। দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইসিসি থেকে পাওয়া হিসেব অনুযায়ী এ বছর লভ্যাংশ বাবদ প্রায় ৭২ কোটি টাকা পাবে বিসিবি।
বিসিবি টি-স্পোর্টস এন্ড কনসোর্টিয়ামের কাছে দুই বছরের জন্য টিভি স্বত্ব থেকে বিসিবি এ বছর পাবে ১১ কোটি টাকা। 
মাঠের বিজ্ঞাপন স্বত্ব বিসিবি ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের কাছে বিক্রি করেছে সাড়ে তিন বছরের জন্য। সে হিসেবে চলতি বছর বিজ্ঞাপন স্বত্ব থেকে বিসিবি পাবে প্রায় ১৩ কোটি টাকা। 
বিসিবির বর্তমান ড্রিংকিং পার্টনার টি.কে গ্রুপ থেকে চলতি বছর বিসিবি পাবে প্রায় ৬৫ লাখ টাকা। 
টিম স্পন্সরশিপ রবি অজিয়াটা লিমিটেড থেকে এই বছর বিসিবি পাবে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা। 
উল্লেখ্য, এই টিভি স্বত্ব শুধুমাত্র জাতীয় পুরুষ দলের জন্য। এখানে নারী দল, বিপিএলের হিসেব সংযুক্ত করা হয়নি।