প্রশংসায় ভাসছে নারায়ণগঞ্জ র‌্যাব ১১ সৈনিক মো: কাজী হেমায়েত হোসেন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ এপ্রিল ২০২৫ ০১:০৪ অপরাহ্ণ   |   ১৫৪ বার পঠিত
প্রশংসায় ভাসছে নারায়ণগঞ্জ র‌্যাব ১১ সৈনিক মো: কাজী হেমায়েত হোসেন

জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-

 


প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ Aক্যাটাগরিতে আইজিপি ব্যাজ পাচ্ছেন নারায়ণগঞ্জ র‌্যাব ১১ সৈনিক মো: কাজী হেমায়েত হোসেন
 

এবার আইজিপি ব্যাজ পাচ্ছেন পুলিশ ও র‍্যাবের ২৬৮ সদস্য প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ ও র‍্যাবের ২৬৮ কর্মকর্তা ও সদস্য পাচ্ছেন ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’। পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কার এবারের পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে দেওয়া হবে। গত বছর আইজিপি ব্যাজ পেয়েছিলেন ৪৮৮ কর্মকর্তা ও সদস্য।
 

 সৈনিক মো: কাজী হেমায়েত হোসেন বর্তমানে সিপিসি-১,নারায়ণগঞ্জ র‌্যাব ১১ কর্মরত আছেন। তিনি মাদারীপুর জেলার সদর থানার ধুরাইল ইউনিয়নের খালাসী কান্দি গ্রামের মোঃ কাজী শামসু সাহেবের ছেলে 


আসন্ন পুলিশ সপ্তাহের মধ্যে রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম এ ব্যাজ পরিয়ে দেবেন।
 

রোববার (২৭ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 

বিজ্ঞাপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১১ জানুয়ারি থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ২৬৮ জনকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’ প্রদান করা হলো। 
 

রোববার (২৭ এপ্রিল) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১১ জানুয়ারি থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ২৬৮ জনকে ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’ প্রদান করা হলো।