ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন বিধি এবং নির্বাচন সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য বৈঠকটি আয়োজন করা হয়।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক তাসনুভা জেবিন, মুজাহিদুল ইসলাম শাহীন, অনিক রায়সহ মোট পাঁচজন নেতা।