ঢাকা প্রেস নিউজ
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলীগ জামায়াতের জুবায়ের ও সাদপন্থীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এতে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েক শ’জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মাওলানা জুবায়েরের অনুসারী এবং কিশোরগঞ্জ জেলার আলমি শুরার সাথি এস এম আলম হোসেন টঙ্গী পশ্চিম থানায় এ মামলা দায়ের করেন।
উল্লেখযোগ্য আসামিরা:
মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন সাদ অনুসারীদের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলাম, তার ছেলে ওসামা ইসলাম আনু, আবদুল্লাহ মনসুর, কাজী এরতেজা হাসান, মুয়াজ বিন নূর, জিয়া বিন কাশেম, আজিমুদ্দিন, আনোয়ার আবদুল্লাহ, এবং শফিউল্লাহ।
মামলার বিবরণ:
এজাহারে বলা হয়, আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হবে তিন দিনের মূল ইজতেমা। এ উপলক্ষে মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা মাঠে প্রস্তুতি নিচ্ছিলেন। তবে, সাদপন্থীরা সরকারের অনুমতি ছাড়াই ২০ থেকে ২৪ ডিসেম্বর ইজতেমা মাঠে পাঁচ দিনের জোড় আয়োজনের চেষ্টা করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচারণা চালায়।
মামলার প্রধান আসামি সৈয়দ ওয়াসিফুল ইসলাম তার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সারা দেশের সাদপন্থীদের ২০ থেকে ২৪ ডিসেম্বর ইজতেমা মাঠে জোড় পালনের নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা থেকে সাদপন্থীরা ইজতেমা মাঠে জড়ো হতে থাকেন।
মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে সাদপন্থীরা সংঘবদ্ধভাবে অস্ত্র নিয়ে মাঠে অবস্থানরত জুবায়েরপন্থী মুসল্লিদের ওপর হামলা চালায়। এ হামলায় চারজন নিহত এবং অর্ধশতাধিক আহত হন।
থানার মন্তব্য:
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, সংঘর্ষ ও হতাহতের ঘটনায় জুবায়েরপন্থীদের পক্ষ থেকে এজাহার দায়ের করা হয়। যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার রাত ১০টার দিকে এটি মামলা হিসেবে রুজু করা হয়।
তিনি আরও জানান, মামলায় সাদপন্থী ২৯ জনের নাম উল্লেখসহ অসংখ্য অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।