গাজায় গণহত্যার প্রতিবাদে দেশের ৮ জেলায় তাণ্ডব: ইসরায়েলি পণ্য বিক্রির অভিযোগে রেস্তোরাঁ ও শোরুমে ভাঙচুর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৫ ০৯:৫২ পূর্বাহ্ণ   |   ১৩১ বার পঠিত
গাজায় গণহত্যার প্রতিবাদে দেশের ৮ জেলায় তাণ্ডব: ইসরায়েলি পণ্য বিক্রির অভিযোগে রেস্তোরাঁ ও শোরুমে ভাঙচুর

অনলাইন ডেস্ক:-

 

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সোমবার (৭ এপ্রিল) দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে এসব কর্মসূচিকে কেন্দ্র করে অন্তত আট জেলায় ইসরায়েলি পণ্য বিক্রির অভিযোগে বিভিন্ন রেস্তোরাঁ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
 

কক্সবাজার.....
সোমবার দুপুরে কক্সবাজার শহরের অন্তত ৫টি রেস্টুরেন্টে হামলা চালানো হয়। ইসরায়েলি কোমল পানীয় বিক্রির অভিযোগে কেএফসি, পিৎজা হাট, কাঁচা লংকা, পানসি ও মেরিন ফুড রেস্টুরেন্টে ব্যাপক ভাঙচুর করা হয়। কক্সবাজার সদর থানার ওসি জানান, পুলিশ উপস্থিত থাকলেও কিছু অতি উৎসাহী ব্যক্তি এই হামলা চালায়।

 

কুমিল্লা.....
সন্ধ্যায় কুমিল্লার রানীরবাজারে কেএফসি রেস্টুরেন্টে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। তারা টেবিল-চেয়ার ভাঙার পাশাপাশি কাচের দেয়াল গুঁড়িয়ে দেয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এখানে ইসরায়েলি পণ্য বিক্রি হচ্ছে।

 

সিলেট.....
দুপুরে সিলেট শহরের মিরবক্সটুলা এলাকায় কেএফসি রেস্টুরেন্টে দুই দফায় হামলা চালানো হয়। পরে দরগাহ, জিন্দাবাজার ও বন্দরবাজারের ৪টি বাটা শোরুমেও হামলা, ভাঙচুর ও লুটপাট হয়। বিক্ষুব্ধরা পেপসি, সেভেনআপসহ বহু কোমল পানীয় রাস্তায় ছুড়ে ফেলে। পুলিশ কমিশনার জানান, শান্তিপূর্ণ মিছিল থেকে বিচ্যুত হয়ে একটি অংশ এই হামলা চালায়।

 

খুলনা.....
সন্ধ্যায় খুলনার ময়লাপোতায় কেএফসি, ডোমিনোজ পিৎজা ও শিববাড়ির বাটা শোরুমে ভাঙচুর ও লুটপাট করা হয়। বিক্ষোভকারীরা প্রথমে গ্লাস ভাঙচুর করে, পরে রেস্টুরেন্টে প্রবেশ করে আসবাবপত্র ও মালামাল নিচে ফেলে দেয়।

 

গাজীপুর......
গাজীপুরের বোর্ড বাজার এলাকায় বাটার শোরুমসহ কয়েকটি দোকানের ব্যানার ও বিলবোর্ড ভাঙচুর করা হয়। বিকেলে ‘মুসলিম তৌহিদি জনতা’র ব্যানারে মিছিল শেষে এসব হামলার ঘটনা ঘটে।

 

বরিশাল......
বরিশাল শহরে কেএফসির ইসরায়েলকে অর্থ সহায়তার অভিযোগ তুলে শাখা বন্ধের দাবি জানায় বিক্ষোভকারীরা। পরে বিকেলে প্রতিষ্ঠানটি শাখা বন্ধ করে দেয়। পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

বগুড়া....
দুপুরে বগুড়ার সাতমাথায় বাটার শোরুমে হামলা চালায় বিক্ষোভকারীরা। ইটপাটকেল ছুড়ে গ্লাস ভাঙচুরের পাশাপাশি ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে স্লোগান দেন তারা।

 

চট্টগ্রাম.....
বিকেলে ‘মার্চ ফর গাজা’ মিছিল থেকে চট্টগ্রামের নাসিরাবাদ ও চেরাগী পাহাড় মোড়ে কেএফসির দুটি রেস্তোরাঁয় সাইনবোর্ড ভাঙচুর করা হয়। জিইসি মোড়ে জামান হোটেলের কোকাকোলা সাইনবোর্ডেও হামলা হয়।

 

গ্রেপ্তার ও পরিস্থিতি:
সিলেট থেকে এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। অন্য জেলাগুলোতেও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে।