গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সোমবার (৭ এপ্রিল) দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। তবে এসব কর্মসূচিকে কেন্দ্র করে অন্তত আট জেলায় ইসরায়েলি পণ্য বিক্রির অভিযোগে বিভিন্ন রেস্তোরাঁ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।