সূচি অনুযায়ী, ২ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ হবে ৩ অক্টোবর এবং তৃতীয় ম্যাচ ৫ অক্টোবর। এরপর ৮ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। বাকি দুই ওয়ানডে ম্যাচ হবে যথাক্রমে ১১ ও ১৪ অক্টোবর।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেন, “বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। নিরপেক্ষ ভেন্যুতে থেকেও দর্শকদের মানসম্মত আন্তর্জাতিক ক্রিকেট উপহার দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন।”
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, “এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে এই দ্বিপাক্ষিক সিরিজ হবে প্রতিযোগিতামূলক ও উত্তেজনাপূর্ণ। দুই বোর্ডের পারস্পরিক সহযোগিতার সম্পর্কও আরও মজবুত হবে।”
উল্লেখ্য, চলমান এশিয়া কাপে ‘বি’ গ্রুপে একই সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ ও আফগানিস্তান। তাই টুর্নামেন্ট শেষে আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।