ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
ঢাকা মহানগরের বিভিন্ন থানায় দায়ের করা পৃথক মামলাগুলোর ভিত্তিতে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মোট ৭ জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। শুনানি শেষে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত দেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট আদালত সূত্র।
গ্রেপ্তার দেখানো অন্য পাঁচজন হলেন:
সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার
সাবেক শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়াল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ
মামলার এজহার অনুযায়ী, শাহবাগ থানার আওতায় ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির হত্যাকাণ্ডের ঘটনায় আমীর হোসেন আমু, আনিসুল হক ও শাজাহান খানকে এবং একই থানার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ইসমাইল হোসেন রাব্বি হত্যার মামলায় আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এছাড়া মিরপুর থানার একটি মামলায় কামাল আহমেদ মজুমদার, শেরে বাংলা নগর থানার একটি মামলায় দিলীপ কুমার আগারওয়াল এবং অপর একটি মামলায় তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।