এবার ঈদুল আজহায় ১০ দিনের ছুটি, সরকারি অফিস খোলা থাকবে দুই শনিবার — প্রেস সচিব শফিকুল আলম

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ মে ২০২৫ ০৩:১৪ অপরাহ্ণ   |   ১২১ বার পঠিত
এবার ঈদুল আজহায় ১০ দিনের ছুটি, সরকারি অফিস খোলা থাকবে দুই শনিবার — প্রেস সচিব শফিকুল আলম

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির নির্দিষ্ট তারিখ এখনো জানানো না হলেও ছুটির মেয়াদ এবার ঈদুল ফিতরের তুলনায় এক দিন বেশি হবে।
 

মঙ্গলবার (আজ) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।
 

প্রেস সচিব আরও জানান, ঈদের আগে দুইটি শনিবার—১৭ মে এবং ২৪ মে—সরকারি অফিস খোলা থাকবে, যাতে দীর্ঘ ছুটির কারণে কাজের সমস্যা না হয়।
 

এছাড়াও সভায় ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শফিকুল আলম।
 

উল্লেখ্য, গত ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত নয় দিনের ছুটি ছিল। এবারের ঈদুল আজহায় ছুটি এক দিন বাড়িয়ে ১০ দিন করা হয়েছে।