কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে পৌরসভা পর্যন্ত বিস্তৃত এলাকায় অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদের ব্যাপক অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে এই অভিযান চলছে, যা দুদিনের জন্য নির্ধারিত রয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কুয়াকাটা পৌরসভার প্রশাসকসহ বাংলাদেশ সেনাবাহিনী, মহিপুর থানা পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশের সদস্যরা অংশগ্রহণ করছেন।
এর আগে, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের বারবার নোটিশ দেওয়া হলেও অনেকে তা উপেক্ষা করেছেন। পরিস্থিতি বিবেচনা করে প্রশাসন আইনানুগ পদক্ষেপ গ্রহণ করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, প্রায় চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে না নেওয়ায় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।