বুধবার (সকাল ১১টা) কুমিল্লার দেবিদ্বার উপজেলার নিউমার্কেট চত্বরে এনসিপির আয়োজনে সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, স্মার্ট এনআইডি কার্ড থাকা সত্ত্বেও নতুন করে শত শত কার্ড দেওয়ার কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এসব কার্ড পেতে কত টাকা ঘুষ দিতে হবে—এমন প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে। তিনি বলেন, “আমরা ফ্যাসিবাদের গত ১৭ বছরের নিপীড়ন দেখেছি। আবার গত ১৭ মাসে দেশের মানুষ আরেক ধরনের নিপীড়নের শিকার হয়েছে।”
তিনি বলেন, শেখ হাসিনার সরকার ১৭ বছরে গুম, খুন, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতিসহ সব ধরনের অন্যায় করেছে। তবে ক্ষমতায় না থেকেও গত ১৭ মাসে একটি দল জনগণকে একই ধরনের অভিজ্ঞতা দিয়েছে। এ কারণেই জনগণকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সেই অভিজ্ঞতা প্রত্যাখ্যান করতে হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে, তার একটি রূপরেখা পাওয়া যাবে বলে মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন, বিগত ১৭ বছরের নিপীড়ন এবং গত ১৭ মাসের বাস্তবতা থেকেই ১১ দলীয় ঐক্য গড়ে উঠেছে।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ ভোটাধিকার হরণ, প্রার্থীদের ওপর হামলা ও নারীদের শ্লীলতাহানির মাধ্যমে দেশ ছেড়ে পালিয়েছে। সেই একই পথে কেউ হাঁটলে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। এমনকি আগামী নির্বাচনেও তারা ভূমিধ্বস পরাজয় বরণ করবে।
কুমিল্লা বিভাগ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন সময়ে কুমিল্লাকে বঞ্চিত করা হয়েছে। এনসিপি নির্বাচিত হলে এক মাসের মধ্যেই কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে এবং অন্তর্বর্তী সময়ে অনুমোদিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।
শেখ হাসিনার সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, কুমিল্লার ওপর তার বিশেষ ক্ষোভ ছিল, যার ফলে পাকা রাস্তা মাটির রাস্তায় পরিণত হয়েছিল। তবে নিজের দায়িত্বকালীন সময়ে উন্নয়ন কাজ হাতে নেওয়ার দাবিও করেন তিনি।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, ১৬ বছর বয়স থেকেই ভোটাধিকার নিশ্চিত করা হবে। শুধু গার্মেন্টস বা রেমিট্যান্সের ওপর নির্ভর না করে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। কার্ডের ভাতা দিয়ে তরুণদের পরনির্ভরশীল করা হবে না, বরং কাজের সুযোগ তৈরি করা হবে।
পথসভায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা–৩ (মুরাদনগর) আসনে জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তরিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।