এবার টি-টোয়েন্টি থেকেও অবসরের পরিকল্পনা জানালেন ওয়ার্নার

প্রকাশকালঃ ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪৯ পূর্বাহ্ণ ১৭৭ বার পঠিত
এবার টি-টোয়েন্টি থেকেও অবসরের পরিকল্পনা জানালেন ওয়ার্নার

কিছুদিন আগেই ওয়ানডে ও টেস্টকে বিদায় জানিয়েছেন ওয়ার্নার। এবার টি-টোয়েন্টি থেকেও নিজের অবসর ভাবনা জানালেন অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী ওপেনার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ খেলেছেন ওয়ার্নার। যার কারণে সিরিজ সেরাও হয়েছেন তিনি। সিরিজের শেষ ম্যাচে ওয়ার্নার জানিয়েছেন, ঘরের মাঠে এটাই তার শেষ ম্যাচ। ঘরের মাঠে শেষ ম্যাচেও বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি।


ম্যাচ শেষে ওয়ার্নার বলেন, 'প্রকৃতপক্ষে শেষ। এটাই সময় তরুণদের এগিয়ে এসে নিজের প্রতিভা দেখানোর। আমাদের অনেক ভালো প্রতিভা আছে। তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।'

তবে ওয়ার্নার এখনই অবসর নেবেন না।

আগামী ২১ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে খেলবেন।
এরপর জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানবেন এই অজি ওপেনার।


৩৭ বছর বয়সী ওয়ার্নারের টি-টোয়েন্টি ক্যারিয়ার:

অভিষেক: ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
ম্যাচ: ১০০টি।
রান: ৩০৬৭টি।
শতক: ১টি।
অর্ধশতক: ২৬টি।
ওয়ার্নারের অবসর ক্রিকেট বিশ্বে বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে।

তার আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল এবং দলের জন্য অবদান তাকে অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় ক্রিকেটারে পরিণত করেছে।