তিন মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের ১২ দিনের রিমান্ড

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪৫ অপরাহ্ণ   |   ৬২ বার পঠিত
তিন মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের ১২ দিনের রিমান্ড

ঢাকা প্রেস নিউজ

 

নারায়ণগঞ্জে তিনটি পৃথক মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রতিটি মামলায় ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
 

আজ মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
 

এর আগে, নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া তিনটি হত্যা ও বিষ্ফোরক মামলায় পলককে পুলিশ আদালতে হাজির করে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম জানান, দুটি হত্যা মামলায় এবং একটি বিষ্ফোরক মামলায় পলকের ১২ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।