ঢাকা প্রেস নিউজ
নারায়ণগঞ্জে তিনটি পৃথক মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রতিটি মামলায় ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
আজ মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া তিনটি হত্যা ও বিষ্ফোরক মামলায় পলককে পুলিশ আদালতে হাজির করে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম জানান, দুটি হত্যা মামলায় এবং একটি বিষ্ফোরক মামলায় পলকের ১২ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।