ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসমর্থন অর্জনের লক্ষ্যে সোনারগাঁও থানা মহিলা দল মাঠে নেমেছে।
শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁও পৌরসভার দর্পত ঠোটালিয়া এলাকায় থানা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তারের নেতৃত্বে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে সালমা আক্তার বিএনপির ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন এবং পরে বিশদ আলোচনা শেষে ৩১ দফার পক্ষে জনসমর্থন সংগ্রহ করেন নেতাকর্মীরা।
এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ও বিপরীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম নিয়ে আলোচনা করেন।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা বিএনপির ওয়ার্ড সভাপতি মো. ফিরোজ মিয়া।
কর্মসূচিতে অংশগ্রহণকারী বেশ কিছু নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, "স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের শাসনামলে আমরা ভোট দিতে পারিনি। মামলা, হামলা ও পুলিশি হয়রানি থেকে বাঁচতে আমাদের স্বামী ও সন্তানদের বাড়ির বাইরে থাকতে হয়েছে।"
তারা আরও বলেন, "জুলুমকারীরা আল্লাহর কাছে প্রিয় নয়, তাই তাদের পতন ঘটেছে।"
এ সময় বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন।