চিলমারীতে মেধাবী ছাত্র জোবায়ের আমিন হত্যাকান্ডের এজাহারভুক্ত খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ জুলাই ২০২৫ ০৪:৪৯ অপরাহ্ণ   |   ৩৪ বার পঠিত
চিলমারীতে মেধাবী ছাত্র জোবায়ের আমিন হত্যাকান্ডের এজাহারভুক্ত খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-



কুড়িগ্রামের চিলমারীতে ছেলে হত্যার এক বছর অতিবাহিত হলেও নেই তদন্তের কোন অগ্রগতি। জানা যায়নি সেই ভয়াল রাতের ঘটনা।

সেদিন কি ঘটেছিল জোবায়ের আমিনের সাথে, সেই রাতে জোবায়ের সাথে ছিল তার দুই সহপাঠী, রাতে ঘুরতে বের হয়েছিল কিন্তু আর বাড়িতে ফেরা হয়নি তার। চিলমারীতে ব্যানার হাতে নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে আহাজারি করেন নিহতের অসহায় পিতা, ভাই, ও তার এলাকাবাসীরা। মঙ্গলবার (২৯শে জুলাই) সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদের গেটের সামনে রাস্তায়, শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী রাস্তায় দাড়িয়ে মানববন্ধন করেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নিহত জোবায়ের আমিনের বাবা আঃ জলিল (বিডিআর), বড় ভাই জিয়াউর রহমান জিয়া, চিলমারী উপজেলা সাবেক যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব আবু সাঈদ হোসেন পাখি, চিলমারী উপজেলা সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক তাইবুর রহমান, যুবনেতা আশরাফুল আলম বকুলসহ আরও অনেকে বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা বলেন, হত্যা মামলার এক বছর অতিবাহিত হলেও এখনো কোন আসামিকে গ্রেপ্তার হয়নি। এর আগে আমরা আসামীকে দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করে ৭ দিনের সময় দিয়ে ছিলাম। কিন্তু ৭ দিনে কোন অগ্রগতি না হওয়ায়, আমরা আবারও  আগামী ২৪ ঘন্টা সময় দিলাম। এই ২৪ ঘন্টার মধ্যে আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আন্দোলন আরও কঠোর করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর উপর আস্থা হারিয়ে ফেলার উপক্রম হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্র জানান, বর্তমানে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুরের তদন্তের রয়েছে বলে জানা যায়। গত বছরের ১৯শে জুলাই, ব্রহ্মপুত্র নদে পরে নিখোঁজ হওয়ার। এক দিন পর "কলেজ ছাত্র জোবায়ের আমিনের" লাশ ভেসে ওঠে ব্রহ্মপুত্র নদে। বিকৃত লাশ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। এরপর ঐ বছরের ২১শে  জুলাই চিলমারী মডেল থানায়, সাইনান স্বচ্ছ (২১) ও ইউসুফ আহম্মেদ জায়েদের (২১) নামে এবং আরও ছয়-সাত জনের নামে অজ্ঞাত আসামি করে মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানা যায়।