চির নিদ্রা শায়িত হলেন গফরগাওয়ের ইউপি চেয়ারম্যান মীর মোনায়েম সালেহীন সুবল 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ মে ২০২৫ ০৩:২০ অপরাহ্ণ   |   ১২৮ বার পঠিত
চির নিদ্রা শায়িত হলেন গফরগাওয়ের ইউপি চেয়ারম্যান মীর মোনায়েম সালেহীন সুবল 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ৪নং সালটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি') গফরগাঁও উপজেলা শাখা প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক গফরগাঁও  উপজেলা শ্রমিক দলের সভাপতি, সৎ, নিষ্ঠাবান, পরোপকারী, সাদা মনের মানুষ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব,আদর্শিক রাজনীতিবিদ,  মীর মোনায়েম সালেহীন( সুবল)গত  রাত ১০টায় চিকিৎসারত অবস্থা গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, সন্তান সহ অসংখ্য আপনজন  রেখে গেছেন। আজ সকাল ১০ টা গফরগাঁও উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নিজ বাড়ি সালটিয়া ইউনিয়নের রৌহা গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে সমাধি করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও ব্যবসায়ী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখ বার্তা পাঠিয়েছেন।