সীতাকুণ্ডে ‘সুখী গ্রাম’ বাস্তবায়নে দেশের প্রথম ডিজিটাল সোশ্যাল প্রেসক্রাইবিং ইকোসিস্টেমের উদ্বোধন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ ডিসেম্বর ২০২৫ ০৬:০৪ অপরাহ্ণ   |   ৪৪ বার পঠিত
সীতাকুণ্ডে ‘সুখী গ্রাম’ বাস্তবায়নে দেশের প্রথম ডিজিটাল সোশ্যাল প্রেসক্রাইবিং ইকোসিস্টেমের উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম:
 


চট্টগ্রামের সীতাকুণ্ডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সুখী গ্রাম’—একটি মানবিক ও উদ্ভাবনী ডিজিটাল স্বাস্থ্যসেবা উদ্যোগ। এর মাধ্যমে বাংলাদেশের প্রথম ডিজিটাল সোশ্যাল প্রেসক্রাইবিং ইকোসিস্টেম বাস্তবায়নের সূচনা হলো, যেখানে রোগীরা সরাসরি চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

 


 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সার্জন ডা. স্কট লেকম্যান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামীণ হেলথটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আহমেদ আরমান সিদ্দিকী। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউছার আহমেদ সরোয়ারী, রাকিব মালিক, ডা. আল আমিন, সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেছা বেগম, ডা. ইমরান, রেজিয়া সুলতানা, তানভীর আহমেদ, প্রবীণ সাংবাদিক ও লেখক এবং দৈনিক চাঁটগাঁর বাণীর প্রধান সম্পাদক মোহাম্মদ ইউছুফ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়্যুম চৌধুরী, স্কট এলভ্যার্ট, রণজিৎ কুমার, কাঞ্চন কুমারসহ আরও অনেকে। অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতা করে মানবিক সংস্থা মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজ কল্যাণ সংঘ (এমএফএসএস)-এর সদস্যরা।

 


 

‘সুখী গ্রাম’ উদ্যোগের আওতায় নির্বাচিত একটি গ্রামীণ কমিউনিটির প্রতিটি পরিবারকে ‘সুখী বাড়ি’ হিসেবে অন্তর্ভুক্ত করে ৩৬০ ডিগ্রি সমন্বিত স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। পাইলট পর্যায়ে ৫০টি পরিবারকে এই সেবার আওতায় আনা হয়েছে, যা বাস্তব জীবনে ‘সুখী ইকোসিস্টেম’-এর প্রথম প্রয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে। এখানে ডিজিটাল প্রযুক্তি, কমিউনিটি-ভিত্তিক সেবা এবং সমন্বিত অংশীদারিত্বের মাধ্যমে ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

 


 

প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ‘সুখী ফ্যামিলি হেলথ কার্ড’। এই কার্ডের মাধ্যমে তারা নিয়মিত স্বাস্থ্যসেবা, রুটিন চেকআপ এবং ডিজিটাল হেলথকেয়ার সাপোর্ট পাবেন। একই সঙ্গে ঘোষণা দেওয়া হয় ‘সুখী অ্যাপ’-এর মাধ্যমে তিন মাসের বিনামূল্যে ডাক্তার ফলোআপ সুবিধার। এছাড়া সীতাকুণ্ড এলাকার অংশীদার ল্যাবগুলোতে স্বাস্থ্য পরীক্ষা করাতে হেলথ কার্ডধারীরা বিশেষ ছাড় পাবেন, যা চিকিৎসা ব্যয় কমাতে সহায়ক হবে।
 

আয়োজকদের মতে, ‘সুখী গ্রাম’ উদ্যোগ প্রমাণ করেছে—প্রযুক্তি, সহযোগিতা ও সহমর্মিতা একত্রিত হলে স্বাস্থ্যসেবা যেকোনো ঘরে পৌঁছে দেওয়া সম্ভব। সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য টেকসই ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।