অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।
ড. ইউনূস বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে আমরা সব প্রস্তুতি নিচ্ছি। ওই একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে।”
তিনি আরও জানান, গত নয় মাস ধরে ‘জাতীয় ঐকমত্য কমিশন’ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে এসেছে। এর ফলাফল হিসেবে সংবিধানের গুরুত্বপূর্ণ ৩০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে উঠেছে। “এটি দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এক ইতিবাচক ও আশাব্যঞ্জক দিক,” বলেন প্রধান উপদেষ্টা। এজন্য তিনি কমিশন ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান।
ড. ইউনূস বলেন, “যেসব বিষয়ে এখনো সম্পূর্ণ ঐকমত্য হয়নি, সেগুলোর পার্থক্য খুব বেশি নয়। বাস্তবায়নের ধরন নিয়েই মূলত মতভেদ রয়েছে—কেউ আইনের মাধ্যমে করতে বলছে, কেউ অধ্যাদেশের মাধ্যমে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ।”
তিনি আরও জানান, আসন্ন গণভোটে চারটি প্রশ্ন থাকবে এবং ভোটারদের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে ‘হ্যাঁ’ অথবা ‘না’ দিয়ে।