মাদক নিয়ে বাড়িতে প্রবেশে বাধা, মা ও ভাইকে ছুরিকাঘাতে হত্যা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ নভেম্বর ২০২৫ ০১:১১ অপরাহ্ণ   |   ৩৯ বার পঠিত
মাদক নিয়ে বাড়িতে প্রবেশে বাধা, মা ও ভাইকে ছুরিকাঘাতে হত্যা

মো: কাউছার সরকার,বিশেষ প্রতিনিধি (কুমিল্লা):-
 

 

কুমিল্লায় মাদক কারবারে বাধা দেওয়ায় এক যুবক নিজের মা ও ছোট ভাইকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করেছে। সোমবার আদর্শ সদর উপজেলার বসন্তপুর গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহতরা হলেন রাহেলা বেগম (৬৫) ও তাঁর ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। ঘটনার পরই বড় ছেলে বিল্লাল হোসেন পালিয়ে যায়। সম্প্রতি কামাল সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন।
 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে বিল্লাল মাদক নিয়ে বাড়িতে প্রবেশ করতে চাইলে কামাল প্রতিবাদ করেন। এতে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে বিল্লাল ঘর থেকে ছুরি এনে কামালের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। মা রাহেলা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই কামাল মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন রাহেলা।
 

কামালের স্ত্রী আমেনা বেগম জানান, বিল্লাল গত পাঁচ বছর ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। এ পথে বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটে। এছাড়া জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল এবং বিল্লাল একাধিকবার কামালকে হুমকিও দিয়েছিল।
 

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, বিল্লালের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। মাদক ব্যবসার পাশাপাশি জমি-সংক্রান্ত বিরোধকেও হত্যার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। বিল্লালকে গ্রেপ্তারের অভিযান চলছে।