সেনাবাহিনী একটি বিশেষ অভিযান চালিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে।
গত ২৮ সেপ্টেম্বর, ওবাইদুর সরদার নামে এক ব্যবসায়ী রাজবাড়ী সদর সেনা ক্যাম্পে অভিযোগ করেন যে, গত ২২ সেপ্টেম্বর মোহাম্মদ ফারুক দেওয়ান, রাজু শিকদার, সোহেল শেখ, জামাল খান এবং বাবলু শেখ নামে কয়েকজন ব্যক্তি ১০-১৫ জনের একটি দল নিয়ে তার দোকান মেসার্স আহমেদ ট্রেডার্সে হামলা চালিয়ে প্রায় ৬০ হাজার টাকার পণ্য এবং ৮১ হাজার টাকা নগদ লুট করে নিয়ে যায়।
এই অভিযোগের ভিত্তিতে, সেনাবাহিনী রোববার রাত দেড়টার দিকে দেওয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে সোহেল শেখ এবং জামাল খানকে গ্রেপ্তার করে। অভিযানের সময় বাধা দেওয়ার চেষ্টা করার অভিযোগে জামাল খানের দুই ছেলে সানি এবং মাজিদকেও গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে ঘটনাস্থলে আনা হলে, গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ওবাইদুর সরদার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।