খুলনাকে হারিয়ে ফাইনালে ঢাকা মেট্রো, প্রতিপক্ষ রংপুর

প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৪ ০৯:১৩ অপরাহ্ণ ০ বার পঠিত
খুলনাকে হারিয়ে ফাইনালে ঢাকা মেট্রো, প্রতিপক্ষ রংপুর

ঢাকা প্রেস,স্পোর্টস ডেস্ক:-
 

এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ খুলনার বিরুদ্ধে মাঠে নামে ঢাকা মেট্রো। ৩৮ রানের বিশাল ব্যবধানে খুলনাকে পরাজিত করে প্রথম আসরের ফাইনালে জায়গা করে নিয়েছে ঢাকা মেট্রো।
 

সিলেটে রোববার (২২ ডিসেম্বর) প্রথমে ব্যাট করে ১১৯ রানের একটি যথাযথ সংগ্রহ দাঁড় করায় ঢাকা মেট্রো। জবাবে ১৭.৪ ওভারে ৮১ রানে গুটিয়ে যায় খুলনা। আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত ফাইনালে ঢাকা মেট্রো খেলবে রংপুরের বিরুদ্ধে। এর আগে, প্রথম কোয়ালিফায়ারে রংপুরই মেট্রোকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।
 

ঢাকার হয়ে এদিন ব্যাট হাতে আগ্রাসী ভূমিকা পালন করেন অধিনায়ক নাঈম শেখ। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখে দলকে ১১৯ রান পর্যন্ত পৌঁছে দেন। সপ্তম ব্যাটার হিসেবে আউট হলেও ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ৫৩ বলের ইনিংসে ছিল ১টি ছক্কা এবং ৬টি চারের মার।
 

এদিন এনসিএল ম্যাচে খুলনার হয়ে ফিরে আসেন মুস্তাফিজুর রহমান, তবে তার বল হাতে কোনো বিশেষ প্রভাব পড়েনি। ৪ ওভারে ৩৫ রান দিয়ে একটি উইকেট নেন তিনি। মাসুম খান টুটুল এবং মেহেদী হাসান রানা ২টি করে উইকেট নেন ১৬ ও ১৮ রানের বিনিময়ে। শেখ পারভেজ জীবন ১৭ রান দিয়ে ২ উইকেট নেন।
 

১২০ রানের লক্ষ্য পেয়ে খুলনা যখন প্রতিপক্ষ বোলারদের বিরুদ্ধে লড়াই শুরু করে, তখনই মেট্রোর দুই স্পিনার রাকিবুল হাসান ও মোসাদ্দেক হোসেনের বোলিংয়ে পড়ে খাদের কিনারায় চলে যায় খুলনা। রাকিবুলের ঘূর্ণি শুরুতেই খুলনাকে চাপে ফেলে দেয়, তার প্রথম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে টানা দুই উইকেট তুলে নিয়ে ঢাকা মেট্রোকে শক্ত অবস্থানে নিয়ে আসেন। এরপর মোহাম্মদ মিঠুন রান আউট হয়ে খুলনার ২ রানে ৩ উইকেট পড়ে যায়।
 

এনামুল হক বিজয় ও অধিনায়ক নুরুল হাসান সোহান চতুর্থ উইকেটে ২১ রানের জুটি গড়লেও বিজয় মোসাদ্দেককে ছক্কা মারতে গিয়ে আউট হন। তার ১৬ রানের পর খুলনা নিয়মিত উইকেট হারাতে থাকে এবং শেষ পর্যন্ত ৮১ রানে অলআউট হয়ে যায়।
 

ঢাকার বোলিং ছিল দুর্দান্ত। মোসাদ্দেক হোসেন ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন, রাকিবুল হাসান এবং মারুফ মৃধা ২টি করে উইকেট নেন, এবং আলিস ও শহিদুল ১টি করে উইকেট শিকার করেন।
 

এই পরাজয়ে খুলনা এবারের টি-টোয়েন্টি ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হলেও, ঢাকা মেট্রো রংপুরের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে ২৪ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।