নাটোর প্রতিনিধি:-
নাটোরের সিংড়ায় চলন্ত ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে একজন চাঁদাবাজকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (৫ মে) বেলা এগারোটার দিকে উপজেলার নাটোর -বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাজারে বাসট্যান্ড এলাকায় এঘটনা ঘটে।
উপজেলার চৌগ্রাম বাজারে চাঁদা আদায়ের খবর পেয়ে গোপন সংবাদ এর ভিক্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিক্তিকে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
আটককৃত ব্যক্তি মোঃ আসাদুজ্জামান মামুন (৩৫) পিতা মৃত আনসার আলী, সাং চৌগ্রাম কাজলাহার পাড়া, থানা সিংড়া, জেলা নাটোর। তিনি শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন অনেকেই।
জানা যায়, গত ১৫ দিন যাবত চৌগ্রাম বাসট্যান্ড এলাকায় চলন্ত যানবাহন (ট্রাক) হতে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলো আসাদুজ্জামান মামুন ও তার সহযোগীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদা আদায়ের বৈধ অনুমোদনের কোন কাগজপত্র বাংলাদেশ সেনাবাহিনীকে দেখাতে পারেনি।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিংড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী।