নোবেল বিজয়ী ইতালীয় নাট্যকার দারিও ফোর বিখ্যাত নাটক ঢাকার মঞ্চে

প্রকাশকালঃ ১০ ফেব্রুয়ারি ২০২৪ ০৪:১১ অপরাহ্ণ ১৮৭ বার পঠিত
নোবেল বিজয়ী ইতালীয় নাট্যকার দারিও ফোর বিখ্যাত নাটক ঢাকার মঞ্চে

নোবেল বিজয়ী ইতালীয় নাট্যকার দারিও ফো'র বিখ্যাত নাটক "অ্যাকসিডেন্টাল ডেথ অফ অ্যান এনার্কিস্ট" ঢাকার মঞ্চে অভিনীত হচ্ছে। নাটকটির নাম "প্যারাবোলা"। এরইমধ্যে এটি প্রায় চল্লিশটিরও বেশি দেশে নাটকটি মঞ্চায়িত হয়েছে। এটি মুক্তনীল বাংলায় রূপান্তর করেছেন এবং পরিচালনা করেছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিনদিন মঞ্চস্থ হবে রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে, বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায়। 

 

নাটকটি প্রসঙ্গে জানা যায়, ইতালিতে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে নাটকটি নির্মিত হয়েছে। পিন্নেলি নামক এক রেল শ্রমিককে মিলানের পুলিশ ষড়যন্ত্রমূলকভাবে রেল স্টেশনে বোমা হামলার জন্য অভিযুক্ত করেছিল।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয়কৃত অভিনয়শিল্পী মুক্তনীল, খালিদ হাসান রুমী, ফয়সাল মাহমুদ, সামি দোহা, তাজিম আহমেদ, শিশির সরকার, স্মরণ বিশ্বাস, শৈবাল সান্যাল, বিজয় বনিক, শিশির সরকার, তাজিম আহমেদ, সোহানুর রহমান, রুম্মাণ শারু, নাদিয়া হক। 

নাটোকটির টিকিট মূল্য ২০০, ৩০০ ও ৫০০ টাকা। টিকিট পাওয়া যাবে শিল্পকলা একাডেমির টিকিট কাউন্টারে।