বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ মে ২০২৫ ০৮:৪২ অপরাহ্ণ   |   ৯১ বার পঠিত
বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

ঢাকার বেইলি রোডে অবস্থিত ক্যাপিটাল সিরাজ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের নিরলস প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
 

সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। টানা চেষ্টা চালিয়ে তারা সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
 

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।