চুয়াডাঙ্গা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১৮টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি।
মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—চুয়াডাঙ্গার দামুড়হুদার পীরপুরকুল্লাহ গ্রামের মৃত খোদা বক্সের ছেলে রফিকুল ইসলাম (৪২) এবং কুমিল্লার দেবীদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে লিটন খান (২৬)।
বিজিবি ব্যাটালিয়নের পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাসটি চিহ্নিত করে থামানো হয়। তল্লাশির সময় দুইজনের কাছ থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার, ২টি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের বাজারমূল্য প্রায় ২ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার টাকা।
তিনি আরও জানান, উদ্ধার স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।