কুষ্টিয়ায় জুট মিলে ভয়াবহ আগুন, ১৫ ঘণ্টাও থামেনি নির্বাপণ কাজ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ জুলাই ২০২৫ ০৬:৩৭ অপরাহ্ণ   |   ৩৪ বার পঠিত
কুষ্টিয়ায় জুট মিলে ভয়াবহ আগুন, ১৫ ঘণ্টাও থামেনি নির্বাপণ কাজ

কুষ্টিয়া প্রতিনিধি:-

 

কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত আল আমিন জুট মিলস্ লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট টানা চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রায় ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়নি। এখনও থেমে থেমে জ্বলছে আগুন।
 

রোববার (২৭ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন মিলটির নির্বাহী পরিচালক মো. আল আমিন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিলের প্রোডাকশন ফ্লোর থেকেই আগুনের সূত্রপাত ঘটে, যা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের গোডাউনে।
 

মিলের সহকারী পরিচালক মো. সাদিকুর রহমান বলেন, “গোডাউনে থাকা বাছাইকৃত পাট, কাঁচামাল, বিভিন্ন মেশিন এবং রপ্তানির জন্য প্রস্তুত পণ্য সম্পূর্ণভাবে পুড়ে গেছে।”
 

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার মো. শরিফুল ইসলাম জানান, “রাত ১২টার কিছু পর থেকে আমাদের ৭টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুন পুরোপুরি নেভেনি, মাঝেমধ্যে আবার জ্বলে উঠছে। তাই নির্বাপণের কাজ এখনও চলছে।”
 

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল রব তালুকদার বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে সৌভাগ্যবশত এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”
 

মিল কর্তৃপক্ষ আগুনে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করতে পারেনি।