আগেই জানতাম, আইপিএলের শুরুতে খেলতে পারব না : সাকিব

প্রকাশকালঃ ০২ এপ্রিল ২০২৩ ০২:৪১ অপরাহ্ণ ২৯৬ বার পঠিত
আগেই জানতাম, আইপিএলের শুরুতে খেলতে পারব না : সাকিব

লতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে ডাক পাওয়া সাকিব আল হাসান আর লিটন দাসকে এনওসি দিতে দেরি করায় বিসিবির পক্ষে-বিপক্ষে দুটি মতের সৃষ্টি হয়েছে। একদল বলছে, দেশ আগে। অপর দলের মত, আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে এই দুজনের থাকা জরুরি নয়। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান।

আজ শনিবার একটি অনুষ্ঠানে এসে সাকিব এ বিষয়ে বলেন, ‘বোর্ড থেকে আগে যখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড জানতে চায় কবে থেকে খেলতে পারব, পুরো সময় অ্যাভেইলেবল আছি কি না। সে সময় এনওসির মতোই আসলে ওদের জানিয়ে দেওয়া হয় কবে থেকে কবে পর্যন্ত খেলতে পারব। সেখানে ছিল আমাদের যখন আন্তর্জাতিক কমিটমেন্ট থাকবে তখন বিসিবি এলাউ করবে না। সেভাবে বিসিবি করেছে, ওভাবেই আমরা এনওসি পেয়েছি।’

 

মুস্তাফিজুর রহমান টেস্ট না খেলায় তাকে এনওসি দিয়েছে বিসিবি। আজ শনিবারই তিনি দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন। মুস্তাফিজকে নিয়ে সাকিব বলেন, ‘মুস্তাফিজ যদি টেস্ট দলে জায়গা পেত তাহলে হয়তো ওর থাকতে হতো। সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত হোক ও যেহেতু টেস্ট দলে নেই, যেতে পেরেছে আগে।’

এই যে একের পর এক খেলা, সেই সঙ্গে বিজ্ঞাপনী ব্যস্ততা, সাকিবের ক্লান্তি হয় না? এমন প্রশ্নে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘আমার কাছে ভালো লাগে, আমি উপভোগ করি এটা। আমার মনে হয় আমি যদি কাজ না করি, পাগল হয়ে যাব।’