মুন্সীগঞ্জে সদর আধারা ইউনিয়নে  গরিবওঅসহায় দুঃস্হ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ আগu ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ   |   ৩১ বার পঠিত
মুন্সীগঞ্জে সদর আধারা ইউনিয়নে  গরিবওঅসহায় দুঃস্হ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বিশেষ প্রতিনিধি:-

 

২০/আগস্ট ২০২৫ রোজ বুধবার মুন্সীগঞ্জ জেলার আধারা ইউনিয়ন চিতুলিয়া বাজারের অসহায় নারীও পুরুষদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক জনাব কামরুজ্জামান (রতন) সাহেবের।এর পক্ষ থেকে দুঃস্হ অসহায় নারী-পুরুষের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন  মুন্সিগঞ্জ সদর থানা বিএনপির অন্যতম সদস্য জনাব আইয়ুব খান। সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য তিনি জানান অসহায় নারী পুরুষদের উদ্দেশ্যে তিনি বলেন বিএনপি সব সময় অসহায় দুঃস্হদের পাশে আছে এবং থাকবে। সেলাই মেশিনের মতো কিছু সামগ্রী দিয়ে সমাজের অসহায় নারী পুরুষদের আত্ম কর্মসংস্থানের ও স্বাবলম্বী করতে চাই। আধারা ইউনিয়নের ' 'সরানি' 'সোলার চর' 'দেওয়ানকান্দি' 'তাঁতীকান্দি' 'বকুলতলা' 'সিকদারকান্দি' 'সুমারডালি কান্দি' গ্রামে।১ মিথিলা ফারজানা। ২খাদিজা আক্তার। ৩ আসাদুর রহমান। ৪শিল্পী বেগম। ৫ রোকসানা বেগম।হতদরিদ্রদের মাঝে  অসংখ্য সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন আধারা ইউনিয়নের বিএনপি'র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।