ঈদে ট্রেনের অগ্রিম টিকিট: ২ জুন ২০২৪

প্রকাশকালঃ ২৮ মে ২০২৪ ০২:১১ অপরাহ্ণ ৫০৮ বার পঠিত
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট:  ২ জুন ২০২৪

ঢাকা প্রেসঃ
ঈদুল আজহায় যাত্রীদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে ২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জিল্লুল হাকিম এ তথ্য জানান। 

 

টিকিট বিক্রির সময়সূচী:

  • ১২ জুনের টিকিট: ২ জুন বিক্রি শুরু হবে।
  • ১৩ জুনের টিকিট: ৩ জুন বিক্রি শুরু হবে।
  • ১৪ জুনের টিকিট: ৪ জুন বিক্রি শুরু হবে।
  • ১৫ জুনের টিকিট: ৫ জুন বিক্রি শুরু হবে।
  • ১৬ জুনের টিকিট: ৬ জুন বিক্রি শুরু হবে।

 

সকল টিকিট অনলাইনে বিক্রি করা হবে। সার্ভারের চাপ কমাতে, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এবারও ২৫% স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে। কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে যাত্রা স্বস্তিদায়ক করতে 'এক্সেস কন্ট্রোল' করা হবে। বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে মোট ২০টি বিশেষ ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

টিকিট কেনার জন্য:

  • রেলওয়ের ওয়েবসাইট: https://eticket.railway.gov.bd/
  • শোভাজাত্রা অ্যাপ
  • স্থানীয় রেলওয়ে স্টেশন