এখনই অবসর নিয়ে ভাবছেন না সাকিব

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ জুলাই ২০২৪ ০১:৪৬ অপরাহ্ণ   |   ৪০৭ বার পঠিত
এখনই অবসর নিয়ে ভাবছেন না সাকিব

এখনই অবসর নিয়ে ভাবছেন না সাকিব আল হাসান। পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বলেছেন দেশসেরা অল রাউন্ডার। ঘুম কাণ্ডে বিব্রত তাসকিন আহমেদ, সেমিফাইনালে যেতে পারলে তা হতো বড় অর্জন মনে করেন সাকিব।  অনেকেরই ধারণা ছিলো এবারের বিশ্বকাপ খেলে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাবেন সাকিব। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় আসরে ব্যাট বলে তার বাজে পারফরম্যান্স উসকে দেয় সেই গুঞ্জন। কিন্তু সমালোচকদের চমকে দিয়ে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার।

 

সাকিব মুখ খুলেছেন বিশ্বকাপে তাসকিনের ঘুম কাণ্ড ও টাইগার ব্যাটারদের ব্যর্থতা নিয়েও। তার মতে, শুধু বাংলাদেশই নয় আসরজুড়ে একই সমস্যার মুখোমুখি হয়েছে সব দল। তবে সেমিফাইনালের সুযোগ হাতছাড়া হওয়ার আফসোসে পুড়ছেন তিনিও। মেজর লিগ ক্রিকেট খেলতে মঙ্গলবার ঢাকা ছাড়েন সাকিব। যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগের দ্বিতীয় আসরে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন নাম্বার সেভেনটি ফাইভ। আইপিএলের পর শাহরুখ খানের আরও একটি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে মুখিয়ে বাংলাদেশ পোস্টার বয়।