ভারতের সিকিমে ভারি তুষারপাত, ১২০০ পর্যটক উদ্ধার

প্রকাশকালঃ ১৩ ডিসেম্বর ২০২৩ ০৫:০৯ অপরাহ্ণ ২৪১ বার পঠিত
ভারতের সিকিমে ভারি তুষারপাত, ১২০০ পর্যটক উদ্ধার

ভারতীয় সেনাবাহিনী সিকিম রাজ্যের পূর্বাঞ্চলে পার্বত্য এলাকায় আটকে পড়া এক হাজার ২০০ জনেরও বেশি পর্যটককে উদ্ধার করেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে এমনটা বলা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভারি তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে বৃদ্ধ, নারী এবং শিশুসহ পর্যটকরা পূর্ব সিকিমের বিভিন্ন এলাকায় আটকে পড়েছিলেন। স্থানীয় সময় গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) তাদের উদ্ধার করা হয়।

ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস এই সফল উদ্ধার অভিযান চালিয়েছে। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে অভিযান।

আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে রাজ্যের নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। প্রচণ্ড ঠাণ্ডা থাকায় সৈন্যরা উদ্ধার হওয়া পর্যটকদের জন্য তাদের ব্যারাক খালি করে দেয়।

এ ছাড়া গরম পোশাক, চিকিৎসা সহায়তা এবং গরম খাবারের ব্যবস্থাও করা হয়েছিল।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সৈন্যরা দ্রুত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে উদ্ধার অভিযান এবং প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করায় পর্যটকরা স্বস্তি পেয়েছেন।

সূত্র : এনডিটিভি